Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইউনিয়ন পরিষদ

এক নজরে আলগী দূর্গাপুর দক্ষিন  ইউনিয়ন পরিষদ

আলগী দূর্গাপুর দক্ষিন ইউনিয়ন একটি নদী বেষ্ঠিত ইউনিয়ন। এক সময়ে অত্র ইউনিয়নে অসংখ্য খাল বিল বা জান ছিল। অত্র ইউনিয়নে হিন্দু সংখ্যা বেশি ছিল। স্থানীয় লোকজন জান পাড় হয়ে হিন্দুদের  যাতায়াত করত এবং সেইহেতু অত্র ইউপির নাম “আলগী দূর্গাপুর দক্ষিন“ হয়েছে বলে জানা যায়।

মেঘনা  নদীর তীরে গড়ে ওঠা উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো আলগী দূর্গাপুর দক্ষিন ইউনিয়ন । প্রথম থেকে আজ পর্যন্ত আলগী দূর্গাপুর দক্ষিন  ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।তাছাড়াও আলগী দূর্গাপুর দক্ষিন ইউনিয়ন  মেঘনা নদীর পদ্নার ইলিশ  হিসাবে সারা দেশে পরিচিত।

এখন বিভিন্ন প্রতিকূলতার জন্য সে রকম ২য় বৃহত্তম নদী বন্দর কথাটি আর শোনা যায়না তবে এখন চাঁদপুর হইতে হাইমচর এবং আলগী দূর্গাপুর দক্ষিন ইউনিয় হইতে সড়ক পাকা হওয়ায় সড়ক পথে মালামাল যাতায়াত করে আসছে।

ইউনিয়নেরসীমানাভৌগলিকঅবস্থানঃ

দায়িত্বরত চেয়ারম্যান

:

জনাব সরদার মো: আবদুল জলিল

ইউনিয়নের নাম ও ঠিকানা

আলগী দূর্গাপুর দক্ষিন ইউনিয়ন পরিষদ

আয়তন

:

১১.৪৭ (বর্গ কিঃ মিঃ)  

জনসংখ্যা

 

 

 

 

 

৩৪২৩৪জন (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী) এ

গ্রামের সংখ্যা

:

০৯ টি

মৌজার সংখ্যা

:

০৯ টি

হাট/বাজার সংখ্যা

:

৬ টি

উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম

:

সিএনজি, রিক্সা, বাস, অটো রিক্সা, পিক-আপ ভ্যান

শিক্ষার হার

:

৮৩% (২০১১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

প্রাথমিক বিদ্যালয়

:

সরকারি-১৭টি

বালক উচ্চ বিদ্যালয়ঃ

:

৭ টি

বালিকা উচ্চ বিদ্যালয়

:

৫ টি

মাদ্রাসা

:

৬টি

ঐতিহাসিক/পর্যটন স্থান

:

 

ইউপি ভবন স্থাপন কাল

:

 

নব গঠিত পরিষদের বিবরণ

:

১) শপথ গ্রহণের তারিখ –২৮/০৭/২০১১ইং

২) প্রথম সভার তারিখ –২৯/০৭/২০১১ ইং

৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ –২৭/০৭/২০১৬ইং

ইউনিয়ন পরিষদ জনবল

:

১) নির্বাচিত পরিষদ সদস্য –১৩ জন।

২) ইউনিয়ন পরিষদ সচিব –১ জন।

৩) ইউনিয়ন গ্রাম পুলিশ –৯ জন।

 

 

ইউনিয়নের হাসপাতাল সংখ্যা

:

 

(ক) ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র-  ১ টি

(খ) স্বাস্থ্য কেন্দ্র- ১টি

(গ) কমিউনিটি ক্লিনিক-৩টি

কার্যরত এনজিও এর সংখ্যা

:

০৭টি

রাস্তা (কি.মি)

:

৫৭কি.মি (প্রায়)

মোট কাচাঁ রাস্তার দৈর্ঘ্য

:

কাচারাস্তা:১৩কি.মি 

মোট পাকা রাস্তার দৈর্ঘ্য

:

পাকারাস্তা: ৪১ কি.মি

নদ-নদী

:

৩কিলোমিটার, মেঘনা ৭ কিলোমিটার, পদ্না ১০ কিলোমিটার

মোট আবাদী জমি

:

 হেক্টর

(ক) উচুজমিবন্যামুক্ত            হেক্টর               

(খ) মাঝারীউচুজমি              হেক্টর    

(গ) মাঝারীনিচুজমি             হেক্টর    

(ঘ) নিচুজমি                    হেক্টর

(ঙ) অতিনিচুজমি                হেক্টর    

(চ) চরভুমি                      হেক্টর  

ভুমির ব্যবহার

:

(ক) একফসলীজমি                 হেক্টর

(খ) দুইফসলীজমি                  হেক্টর               

(গ) তিনফসলীজমি                হেক্টর       

(ঘ) ফসলীজমি                     হেক্টর     

(ঙ) ফলবাগান                     হেক্টর

(চ) সাময়িকপতিত                 হেক্টর    

(ছ) পুকুরজলাশয়                   হেক্টর    

খাদ্য পরিস্থিতি (বার্ষিক)

:

(ক) মোট উৎপাদন         ৬,৩২০.৬৫   মেট্রিক টন

(খ) মোট চাহিদা             ৫৫০           মেট্রিক টন

(গ) মোট উৎবৃত্ত           ১৩৫০.৭৫      মেট্রিক টন

ইউনিয়নের বর্তমানে চাষকৃত প্রধান ফসলাদীঃ

:

  ইলিশ, ধান, পাট, গম,, সরিষা ভুট্টা, চিনা, কাউন, বাদাম, মিষ্টি কৃমড়া, তিল, তিশী ও মৌসুমী রবি শষ্য।

ইউনিয়নের সেচ ব্যবস্থা

:

গভীর এবং অগভীর সেচ ব্যবস্থা দুটোই আছে।