৩নং আলগী দূর্গাপুর দক্ষিন ইউনিয়ন ‘চরভাঙ্গায়’ এবার অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ স্কাউটস্ এর ৬ষ্ঠ জাতীয় কমিউনিটি ডেভলপমেন্ট ক্যাম্প (কমডেকা)্ এবারের কমডেকার থিম হচ্ছে : ‘টেকসই সমাজ বিনির্মাণে স্কাউটিং।’
হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা এলাকায় মেঘনা নদীর পূর্ব পাড়ে প্রায় ১শ’ ২০ একর সমতল ভূমি জুড়ে কমডেকার আয়োজন চলছে। ৬ দিনব্যাপী এ কমডেকা শুরু হবে ৩১ মার্চ থেকে। শেষ হবে ৫ এপ্রিল। তবে অংশগ্রহণকারী ৩০ মার্চ কমডেকার মাঠে এসে উপস্থিত হয়ে রিপোর্ট করবেন। ৩১ মার্চ থেকে শুরু হলেও ১ এপ্রিল ‘কমডেকার’ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে কমডেকার সর্বশেষ প্রস্তুতি পর্যবেক্ষণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া চৌধুরীসহ তিন সচিব। পরে বেলা ১১টায় হাইমচর উপজেলা পরিষদ মিলনায়তনে ১৭টি উপ-কমিটির সমম্বয় সভা অনুষ্ঠিত হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও স্কাউটের জাতীয় কমিশনার ড. মোজাম্মেল হক খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, ভূমি সংস্কার আপিল বিভাগের সচিব মাহফুজুর রহমান এবং চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানসহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।
চাঁদপুর জেলা স্কাউটস্ অফিস সূত্রে জানায়, এ কমডেকায় মোট অংশগ্রহণকারী হবে ৭ হাজার ৪শ’। এর মধ্যে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশ থেকে অংশ নেবে প্রায় চারশ’ জন। বাদবাকি ৭ হাজার বাংলাদেশের ৬৪টি জেলার স্কাউট, রোভার স্কাউট সদস্য ও কর্মকর্তারা। ৭ হাজারের মধ্যে সবচে’ বেশি অংশ নেবে চাঁদপুর জেলা থেকে। এ সংখ্যা হচ্ছে মোট ৮শ’। এর মধ্যে স্কাউট ও রোভার স্কাউট সদস্য হচ্ছে সাড়ে ৭শ’ আর কর্মকর্তা হচ্ছেন ৫০ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস